বিশিষ্ট লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মে (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন একজন কর্মবীর। কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুর পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আ জ ম ওবায়েদুল্লাহর মাধ্যমে অনেকটাই পূরণ হয়েছিল। বাংলাদেশের সাংস্কৃতিক জগতে তিনি এক অবিস্মরণীয় নাম।”
তিনি আরও বলেন, “গুণী মানুষদের জীবদ্দশায় আমরা তাদের যথাযথ মূল্যায়ন করি না। কিন্তু তাদের মৃত্যু আমাদের অনেক কিছু উপলব্ধি করিয়ে দেয়। সাংস্কৃতিক অঙ্গন যতই এগিয়ে যাক না কেন, ড. আ জ ম ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হবার নয়।”
বিশেষ অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আমি ওবায়েদ ভাইকে চিনি অষ্টম শ্রেণি থেকে। তিনি ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। যারা সাংস্কৃতিক চর্চায় জড়িত, আমি তাদের প্রতি আহ্বান জানাই—তিনি যে কাজ অসমাপ্ত রেখে গেছেন, তা সম্পন্ন করার জন্য এগিয়ে আসুন।”
অনুষ্ঠানে ড. ওবায়েদুল্লাহর বাল্যবন্ধু, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা স্মৃতিচারণ করেন।
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান সমাপ্ত হয় দোয়া ও মুনাজাতের মাধ্যমে।