নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির (নোসক) উদ্যোগে কলেজের হিসাববিজ্ঞান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা।
মঙ্গলবার (২০ মে ) কলেজের বিভিন্ন অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সৃজনশীল সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান এক মিলনমেলায় রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সদস্য সচিব নুর হোসেন। সঞ্চালনা করেন সদস্য আব্দুর রহিম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুমাইয়া আক্তার।
সভায় বক্তব্য রাখেন—
নোসক বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল জয়া ভৌমিক, নোসক রোভার স্কাউটের টিম লিডার হোসেন মোবারক, এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিজভী, ফসফিরা এনজিসি ক্যারিয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন প্লাবন, দাওয়া সার্কেলের প্রধান সংগঠক আব্দুর রহমান রবিন, বাঁধন (নোয়াখালী সরকারি কলেজ ইউনিট, বিভাগীয় জোন-২) এর সাধারণ সম্পাদক ইমরান উল মাওলা, UNDP-এর স্টুডেন্ট ফোকাল মিনহাজুল ইসলাম, সূবর্ণচর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফারাবী এবং হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
প্রধান আলোচক হিসেবে সাংবাদিক সমিতির সদস্য সচিব নুর হোসেন বলেন, “কলেজ সাংবাদিক সমিতি শুধু সংবাদ পরিবেশনেই নয়, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখতে চায়। এ ধরনের মতবিনিময় আমাদের ঐক্য ও সমন্বয়কে আরও সুদৃঢ় করে।”
বক্তারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও সাংগঠনিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি কলেজের বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।