পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নাম।
আজ (২০ মে) মঙ্গলবার রাতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় নতুন উদ্যমে মাঠে নামছে জামায়াত।
গত কয়েক মাস ধরে স্থানীয় পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সভা-সমাবেশ, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আসছিলেন। তাঁদের মতে, এটি ছিল নির্বাচনী প্রস্তুতিরই অংশ।
প্রার্থী ঘোষণার পর জামায়াতের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়ে শুরু হয়েছে সমর্থনের ঢল।
স্থানীয় একাধিক নেতৃবৃন্দ জানান, “মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম নতুন গতি পেয়েছে। তিনি একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য মুখ, যার জনপ্রিয়তা তৃণমূলে অনেক শক্তিশালী।”
তারা আরও জানান, এ প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াত এবার নির্বাচনী মাঠে সরাসরি সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং জনগণের রায় নিয়ে সংসদে যেতে চায়।