ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানিদের ‘শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার’ আহ্বান খামেনির Logo খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর Logo আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার মোহাম্মদ কারামি Logo মুশফিকের সেঞ্চুরি রেকর্ড ধামাকা Logo এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে Logo গুমের শিকার ব্যক্তিদের ৪ পরিণতি হতো, যেসব ‘ফাঁদে’আ’লীগ সরকার Logo ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা Logo কুষ্টিয়া কালিশংকরপুর ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু Logo জুলাই সনদ,রাষ্ট্রের সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পর নির্বাচন দিতে হবে,সেলিম উদ্দিন Logo অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন, রাষ্ট্রের সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পর নির্বাচন দিতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন

কুমিল্লা ভিক্টোরিয়া নজরুল হলে ‘স্বৈরাচার’ নামের গরু জবাই

কুমিল্লা ভিক্টোরিয়া নজরুল হলে ‘স্বৈরাচার’ নামের গরু জবাই

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র আবাসিক হল ‘নজরুল হলে’ মঙ্গলবার (২০ মে) ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। ‘স্বৈরাচার’ নামের একটি গরু জবাইকে কেন্দ্র করে হল প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ, যা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

দুপুরে নজরুল হলে শিক্ষার্থীদের খাবারের জন্য একটি গরু আনা হয়। আর এই গরুর আগমনই যেন উৎসবের সূচনা করে। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে গরুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, যা ছিল এক আবেগঘন মুহূর্ত। এরপর তাদের উচ্ছ্বাস রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিলে। মিছিলটি নজরুল হল থেকে শুরু হয়ে কলেজের প্রধান ফটক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে, ছেলেদের এই আনন্দ মিছিল নবাব ফয়জুন্নেসা হলের (মেয়েদের আবাসিক হল) সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়, যা এই আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

চলতি মাসের মিল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল কাহহার। তিনি ইনকিলাবকে জানান, এই আয়োজনে নিজেকে “অত্যন্ত আনন্দিত ও গর্বিত” বলে জানান। তার কাছে এটি কেবল একটি দায়িত্ব নয়, বরং সহপাঠীদের সেবার এক “বড় সুযোগ”। শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি গরু আনতে পারার বিষয়টিকে “খুবই আবেগময়” বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, হল প্রশাসন ও বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ যারা সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। এই অভিজ্ঞতা আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।”

নজরুল হলের সিনিয়র মাস্টার্সের (বিদায়ী) শিক্ষার্থী মো. তুষার আহমেদ জানান, এই ঘটনা হলের পুরনো ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, একসময় সিনিয়র ভাইয়েরা হলে গরু আনতেন, যা হলের একটি ঐতিহ্য ছিল। বর্তমান ম্যাস কমিটির এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

গণিত চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থী মো. সাইদুর রহমান শাওন বলেন, তিনি প্রায় পাঁচ বছর এই হলে আছেন, কিন্তু এর আগে কোনো ম্যাস কমিটিকে আস্ত গরু আনতে দেখেননি। তার মতে, আজকের এই আয়োজন এক বিরল ইতিহাস সৃষ্টি করেছে, এবং তিনি আশা করেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ভিক্টোরিয়া কলেজের দ্বিমাসিক পত্রিকা ‘ক্যাম্পাস বার্তা’র নির্বাহী সম্পাদক মো. আরমান হোসেন এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। তিনি বলেন, আজ কবি নজরুল হলে ‘স্বৈরাচার’ নামের গরুটি জবাই হবে, যা এক অন্যরকম অনুভূতি। তার মতে, এটি নজরুল হলের সকল শিক্ষার্থীর আনন্দ এবং স্বৈরাচার ছাত্রলীগের প্রতি প্রতীকী প্রতিবাদে’র মিলনও হবে। সব মিলিয়ে হল জীবনে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

এই আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নজরুল হল যেন আবার প্রাণবন্ত হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের মনে এক গভীর আনন্দের রেশ ফেলে গেছে।

ইরানিদের ‘শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার’ আহ্বান খামেনির

কুমিল্লা ভিক্টোরিয়া নজরুল হলে ‘স্বৈরাচার’ নামের গরু জবাই

আপডেট সময় ১০:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র আবাসিক হল ‘নজরুল হলে’ মঙ্গলবার (২০ মে) ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। ‘স্বৈরাচার’ নামের একটি গরু জবাইকে কেন্দ্র করে হল প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ, যা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

দুপুরে নজরুল হলে শিক্ষার্থীদের খাবারের জন্য একটি গরু আনা হয়। আর এই গরুর আগমনই যেন উৎসবের সূচনা করে। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে গরুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, যা ছিল এক আবেগঘন মুহূর্ত। এরপর তাদের উচ্ছ্বাস রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিলে। মিছিলটি নজরুল হল থেকে শুরু হয়ে কলেজের প্রধান ফটক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে, ছেলেদের এই আনন্দ মিছিল নবাব ফয়জুন্নেসা হলের (মেয়েদের আবাসিক হল) সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়, যা এই আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

চলতি মাসের মিল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল কাহহার। তিনি ইনকিলাবকে জানান, এই আয়োজনে নিজেকে “অত্যন্ত আনন্দিত ও গর্বিত” বলে জানান। তার কাছে এটি কেবল একটি দায়িত্ব নয়, বরং সহপাঠীদের সেবার এক “বড় সুযোগ”। শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি গরু আনতে পারার বিষয়টিকে “খুবই আবেগময়” বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, হল প্রশাসন ও বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ যারা সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। এই অভিজ্ঞতা আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।”

নজরুল হলের সিনিয়র মাস্টার্সের (বিদায়ী) শিক্ষার্থী মো. তুষার আহমেদ জানান, এই ঘটনা হলের পুরনো ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, একসময় সিনিয়র ভাইয়েরা হলে গরু আনতেন, যা হলের একটি ঐতিহ্য ছিল। বর্তমান ম্যাস কমিটির এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

গণিত চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থী মো. সাইদুর রহমান শাওন বলেন, তিনি প্রায় পাঁচ বছর এই হলে আছেন, কিন্তু এর আগে কোনো ম্যাস কমিটিকে আস্ত গরু আনতে দেখেননি। তার মতে, আজকের এই আয়োজন এক বিরল ইতিহাস সৃষ্টি করেছে, এবং তিনি আশা করেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ভিক্টোরিয়া কলেজের দ্বিমাসিক পত্রিকা ‘ক্যাম্পাস বার্তা’র নির্বাহী সম্পাদক মো. আরমান হোসেন এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। তিনি বলেন, আজ কবি নজরুল হলে ‘স্বৈরাচার’ নামের গরুটি জবাই হবে, যা এক অন্যরকম অনুভূতি। তার মতে, এটি নজরুল হলের সকল শিক্ষার্থীর আনন্দ এবং স্বৈরাচার ছাত্রলীগের প্রতি প্রতীকী প্রতিবাদে’র মিলনও হবে। সব মিলিয়ে হল জীবনে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

এই আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নজরুল হল যেন আবার প্রাণবন্ত হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের মনে এক গভীর আনন্দের রেশ ফেলে গেছে।