ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

তরুণরাই নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি: আসিফ মাহমুদ

তরুণরাই নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি: আসিফ মাহমুদ

তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো ঐতিহাসিক পরিবর্তন সম্ভব নয়— মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর ক্ষেত্রে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাইয়ের গণঅভ্যুত্থান তার বাস্তব উদাহরণ। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।”

মঙ্গলবার (২০ মে) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে।

সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো ট্রেনিং মডিউল প্রস্তুত করা হচ্ছে। নতুন নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ 

তরুণরাই নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো ঐতিহাসিক পরিবর্তন সম্ভব নয়— মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর ক্ষেত্রে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাইয়ের গণঅভ্যুত্থান তার বাস্তব উদাহরণ। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।”

মঙ্গলবার (২০ মে) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে।

সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো ট্রেনিং মডিউল প্রস্তুত করা হচ্ছে। নতুন নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেওয়া হয়েছে।