মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তার (৩২)কে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে মিরকাদিম পৌরাসভার পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন।
নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানা গেছে।
পরবর্তীতে মিতু আক্তার এর মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিমে স্বজনদের আহাজারি যেন কমছেই না।
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মা হত্যার বিচার চাইলেন সন্তানরা মিতু আক্তার এর বড় মেয়ে তার মায়ের হত্যার বিচার চাই এবং কান্নাকাটি আহাজারি করে বলে আমার মায়ের জীবন ফেরত চাই।