গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আজ চাঁপাইনবাবগঞ্জে আম বাগান, রেশম কারখানা এবং স্থলবন্দর পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সকালে তিনি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার বোর্ড রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার আম রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। এ জেলার আম, রেশম, কাঁসা-পিতল ও সুগন্ধি চালের বিশ্ববাজারে রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”
তিনি আরও বলেন, “আমের শেলফ লাইফ বৃদ্ধি, পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, আধুনিক প্যাকেজিং এবং কুল চেইন সংরক্ষণের মতো যেসব দাবির কথা রপ্তানিকারকরা জানিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবি’র (পণ্য) পরিচালক মো. শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম, চেম্বারের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম ও মো. আখতারুল ইসলাম রিমনসহ জেলার শীর্ষস্থানীয় আম রপ্তানিকারক ও ব্যবসায়ীরা।
উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।