ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাম্যের হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাম্যের হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা সাম্য সরকারের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি রেড ক্রিসেন্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বর এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্য সরকারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা দাবি জানান, অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, যদি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হয় এবং বিচারপ্রক্রিয়া প্রভাবিত হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

জনপ্রিয় সংবাদ

ড. আ জ ম ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হবার নয়: জামায়াতে আমীর

সাম্যের হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ছাত্রদল নেতা সাম্য সরকারের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি রেড ক্রিসেন্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বর এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্য সরকারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা দাবি জানান, অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, যদি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হয় এবং বিচারপ্রক্রিয়া প্রভাবিত হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।