ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সরকারি কলেজে ছাত্রশিবিরের ১৭ দফা দাবি পেশ

সিলেট সরকারি কলেজে ছাত্রশিবিরের ১৭ দফা দাবি পেশ

সিলেট সরকারি কলেজে শিক্ষার্থীদের চলমান সংকট নিরসন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে ১৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট সরকারি কলেজ শাখা। গতকাল (১৯ মে) সোমবার কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রেদওয়ান হোসেন, সেক্রেটারি মিসবাহ উদ্দিন, ইন্টার সেকশনের সভাপতি ফাহমিদ আল মাহদি এবং অনার্স সেকশনের সভাপতি সালেহ উদ্দিন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য অতিরিক্ত বাস সংযুক্ত করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, র‍্যাগিং ও জোরপূর্বক মিছিলে বাধ্য করার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সুপেয় পানির ব্যবস্থা, লাইব্রেরি ও ল্যাবরেটরি আধুনিকীকরণ, জরুরি হটলাইন চালু এবং পুরাতন ভবনের সংস্কার।

এছাড়াও, জুলাই-২৪ বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে আন্দোলনে জড়িত, সহযোগী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

কলেজ অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।

 

জনপ্রিয় সংবাদ

ড. আ জ ম ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হবার নয়: জামায়াতে আমীর

সিলেট সরকারি কলেজে ছাত্রশিবিরের ১৭ দফা দাবি পেশ

আপডেট সময় ০৭:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সিলেট সরকারি কলেজে শিক্ষার্থীদের চলমান সংকট নিরসন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে ১৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট সরকারি কলেজ শাখা। গতকাল (১৯ মে) সোমবার কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রেদওয়ান হোসেন, সেক্রেটারি মিসবাহ উদ্দিন, ইন্টার সেকশনের সভাপতি ফাহমিদ আল মাহদি এবং অনার্স সেকশনের সভাপতি সালেহ উদ্দিন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য অতিরিক্ত বাস সংযুক্ত করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা জোরদার, র‍্যাগিং ও জোরপূর্বক মিছিলে বাধ্য করার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, সুপেয় পানির ব্যবস্থা, লাইব্রেরি ও ল্যাবরেটরি আধুনিকীকরণ, জরুরি হটলাইন চালু এবং পুরাতন ভবনের সংস্কার।

এছাড়াও, জুলাই-২৪ বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে আন্দোলনে জড়িত, সহযোগী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

কলেজ অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।