নরসিংদীতে ইসলাম ও সমাজবিরোধী কার্যকলাপের দায়ে অভিযুক্ত নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ সোমবার ( ১৯ মে ) বেলা সাড়ে এগারোটায় কলেজ গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সাদেকসহ বিভিন্ন মহলের শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষের কাছে অভিযুক্ত শিক্ষিকার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।