‘কুমিল্লায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য দেওয়ার ৩ দিন পর এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সোমবার ১৯ মে বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ ওই মন্তব্য করেছিলেন।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন ‘কুমিল্লায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’, তাঁর এমন বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘হাসনাত আবদুল্লাহ কিংস পার্টিখ্যাত (রাজার পার্টি) এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। তাকে (হাসনাত) রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে।
অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোনো অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবে না।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হলো। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।