ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গ্রেড ও বেতন নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর Logo মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত Logo বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত Logo তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় মহানন্দা সেতুর কাছে বারঘরিয়া চত্বরে দুই ঘণ্টাব্যাপী চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা।

প্রতিবাদকারীরা জানান, দৃষ্টিনন্দন পার্কের অংশ এবং রানিহাটী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৯৮৫৭ নম্বর দাগের জমিতে অস্থায়ী একসনা বন্দোবস্তের দোকান ঘরের লাইসেন্স বাতিল না করেই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বারঘরিয়া হাটের মূল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

অবরোধ চলাকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, “এই হাটের জায়গা কোনোভাবেই দখল হতে দেয়া যাবে না। অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করতে হবে।” এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মো. আল আমিনসহ আরও অনেকে।

বক্তারা খাস জমিতে ঘর নির্মাণ বন্ধ এবং দোকান ঘরের লাইসেন্স বাতিলের দাবি জানান। এ সময় বারঘরিয়া বাজারের ব্যবসায়ী, ইউনিয়নের সাধারণ মানুষ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ২ দিনের আল্টিমেটাম দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অবরোধ শেষে স্থানীয়রা ঘর নির্মাণের প্রাথমিক কাঠামো ভেঙে ফেলে। পরে একই স্থানে ২০২৪ সালের “অবৈধ নির্বাচন”-এ সহায়তাকারী সহকারী রিটার্নিং অফিসার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতেও সড়ক অবরোধ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় ০৯:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় মহানন্দা সেতুর কাছে বারঘরিয়া চত্বরে দুই ঘণ্টাব্যাপী চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা।

প্রতিবাদকারীরা জানান, দৃষ্টিনন্দন পার্কের অংশ এবং রানিহাটী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৯৮৫৭ নম্বর দাগের জমিতে অস্থায়ী একসনা বন্দোবস্তের দোকান ঘরের লাইসেন্স বাতিল না করেই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বারঘরিয়া হাটের মূল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

অবরোধ চলাকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, “এই হাটের জায়গা কোনোভাবেই দখল হতে দেয়া যাবে না। অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করতে হবে।” এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মো. আল আমিনসহ আরও অনেকে।

বক্তারা খাস জমিতে ঘর নির্মাণ বন্ধ এবং দোকান ঘরের লাইসেন্স বাতিলের দাবি জানান। এ সময় বারঘরিয়া বাজারের ব্যবসায়ী, ইউনিয়নের সাধারণ মানুষ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ২ দিনের আল্টিমেটাম দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অবরোধ শেষে স্থানীয়রা ঘর নির্মাণের প্রাথমিক কাঠামো ভেঙে ফেলে। পরে একই স্থানে ২০২৪ সালের “অবৈধ নির্বাচন”-এ সহায়তাকারী সহকারী রিটার্নিং অফিসার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতেও সড়ক অবরোধ করা হয়।