ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বীপ হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো কিশোর কণ্ঠ অলিম্পিয়াড-২০২৫

দ্বীপ হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো কিশোর কণ্ঠ অলিম্পিয়াড-২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুষ্ঠিত হলো জনপ্রিয় শিশু-কিশোর মাসিক পত্রিকা “নতুন কিশোরকণ্ঠ”-এর উদ্যোগে কিশোরকণ্ঠ অলিম্পিয়াড ২০২৫। সোমবার (১৯ মে) বিকেল ৪টায় হাতিয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনটি বাস্তবায়ন করে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হাতিয়া উপজেলা দক্ষিণ শাখা।

‎আয়োজনে উপস্থিত ছিলেন দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী। অলিম্পিয়াড শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক উপদেষ্টা হাফেজ ওসমান গণি রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, “নতুন কিশোরকণ্ঠ কিশোর বয়সী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তোমরা নিয়মিত কিশোরকণ্ঠ পড়ো এবং পাঠক ফোরামের কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের গড়ে তোলো।”

‎আয়োজনে সভাপতিত্ব করেন ফোরামের উপজেলা দক্ষিণ পরিচালক আশিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমার স্বপ্ন কল্পনা নয়, বরং তা-ই তোমার ভবিষ্যতের নকশা। শিক্ষা দিয়ে নিজেকে গড়ো, আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন করো।”

‎বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী পরিচালক আবদুল ওহাব বাবুল বলেন, “নতুন কিশোরকণ্ঠ ১৯৮৪ সাল থেকে পাঠকের মাঝে নানামুখী শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে। এর মূল স্লোগান ‘কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব।”

‎সমাপনী পর্বে অলিম্পিয়াডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপে ২০ জনকে আকর্ষণীয় ক্রেস্ট ও নতুন কিশোরকণ্ঠ উপহার হিসেবে প্রদান করা হয়। শিক্ষার্থীরা নতুন কিশোরকণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়মিত পাঠক হওয়ার অঙ্গীকার করেন।

জনপ্রিয় সংবাদ

ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

দ্বীপ হাতিয়ায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো কিশোর কণ্ঠ অলিম্পিয়াড-২০২৫

আপডেট সময় ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুষ্ঠিত হলো জনপ্রিয় শিশু-কিশোর মাসিক পত্রিকা “নতুন কিশোরকণ্ঠ”-এর উদ্যোগে কিশোরকণ্ঠ অলিম্পিয়াড ২০২৫। সোমবার (১৯ মে) বিকেল ৪টায় হাতিয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনটি বাস্তবায়ন করে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, হাতিয়া উপজেলা দক্ষিণ শাখা।

‎আয়োজনে উপস্থিত ছিলেন দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী। অলিম্পিয়াড শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক উপদেষ্টা হাফেজ ওসমান গণি রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, “নতুন কিশোরকণ্ঠ কিশোর বয়সী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তোমরা নিয়মিত কিশোরকণ্ঠ পড়ো এবং পাঠক ফোরামের কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের গড়ে তোলো।”

‎আয়োজনে সভাপতিত্ব করেন ফোরামের উপজেলা দক্ষিণ পরিচালক আশিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমার স্বপ্ন কল্পনা নয়, বরং তা-ই তোমার ভবিষ্যতের নকশা। শিক্ষা দিয়ে নিজেকে গড়ো, আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন করো।”

‎বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী পরিচালক আবদুল ওহাব বাবুল বলেন, “নতুন কিশোরকণ্ঠ ১৯৮৪ সাল থেকে পাঠকের মাঝে নানামুখী শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে। এর মূল স্লোগান ‘কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব।”

‎সমাপনী পর্বে অলিম্পিয়াডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপে ২০ জনকে আকর্ষণীয় ক্রেস্ট ও নতুন কিশোরকণ্ঠ উপহার হিসেবে প্রদান করা হয়। শিক্ষার্থীরা নতুন কিশোরকণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়মিত পাঠক হওয়ার অঙ্গীকার করেন।