ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ

আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি এক ম্যাচ খেলবে বাংলাদেশ

আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি এক ম্যাচ খেলবে বাংলাদেশ

দ্বিতীয় টি–টোয়েন্টি শেষ করেই আজ দেশে ফেরার কথা ছিল লিটন দাসদের। তবে সফরসূচিতে হঠাৎ বদল। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ জানায়, আরও একটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাড়তি ম্যাচটিও শারজাতেই হবে। আর সময়ও পূর্বের দুটির মতোই বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুই দল যে বাড়তি আরেকটি টি-টোয়েন্টি খেলবে তা গতকালই চাউর হয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা আজই আসল। গতকাল বাড়তি ম্যাচ খেলার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস কালের কণ্ঠকে বলেছিলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি একটি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান (নাজমুল আবেদিন ফাহিম) বিষয়টি দেখছেন।

চলমান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে সিরিজ নিজেদের করে নেবেন লিটন-তাওহীদ হৃদয়রা। আর এই সিরিজ শেষেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান

আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি এক ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

দ্বিতীয় টি–টোয়েন্টি শেষ করেই আজ দেশে ফেরার কথা ছিল লিটন দাসদের। তবে সফরসূচিতে হঠাৎ বদল। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ জানায়, আরও একটি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাড়তি ম্যাচটিও শারজাতেই হবে। আর সময়ও পূর্বের দুটির মতোই বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুই দল যে বাড়তি আরেকটি টি-টোয়েন্টি খেলবে তা গতকালই চাউর হয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা আজই আসল। গতকাল বাড়তি ম্যাচ খেলার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস কালের কণ্ঠকে বলেছিলেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি একটি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান (নাজমুল আবেদিন ফাহিম) বিষয়টি দেখছেন।

চলমান সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে সিরিজ নিজেদের করে নেবেন লিটন-তাওহীদ হৃদয়রা। আর এই সিরিজ শেষেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।