ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাপ্তাহিক ‘হাতিয়ার কথা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন পেলেন সাংবাদিক কেফায়েতুল্লাহ Logo বাকসু নিয়ে বিতর্কিত গণভোট আয়োজনের অভিযোগ ববি ছাত্র কাউন্সিলের বিরুদ্ধে Logo ‎বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ জেলাবাসী, করেছে বিক্ষোভ ‎ Logo উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া Logo ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প Logo নওগাঁয় আলু চাষিদের বিক্ষোভ: ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে প্রতিবাদ Logo বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ Logo ৪০০ এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিল জুড়ী ছাত্রশিবির Logo ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ৩০ জুলাই ফেসবুকে‘প্রোফাইল লাল’করে প্রতিবাদ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের জন্য একক ‘সার্চ কমিটি’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান-প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়— চার শ্রেণির প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এই কমিটিই প্রার্থী­ তালিকা সুপারিশ করবে।

রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এজন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো।

সার্চ কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে; বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

কমিটির কার্যপরিধি
১. উপাচার্য নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা।

২. জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা।

৩. বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজনকে মনোনয়নের নিমিত্তে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সার্চ কমিটি উপাচার্যের অনুরূপ উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ‘হাতিয়ার কথা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন পেলেন সাংবাদিক কেফায়েতুল্লাহ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’

আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের জন্য একক ‘সার্চ কমিটি’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান-প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়— চার শ্রেণির প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এই কমিটিই প্রার্থী­ তালিকা সুপারিশ করবে।

রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এজন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো।

সার্চ কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে; বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

কমিটির কার্যপরিধি
১. উপাচার্য নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা।

২. জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা।

৩. বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজনকে মনোনয়নের নিমিত্তে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সার্চ কমিটি উপাচার্যের অনুরূপ উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।