ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় Logo মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের দোয়া মাহফিল Logo বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক Logo হতাহতের মা-বাবাদের কী জবাব দেব: প্রধান উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তারেক রহমানের Logo এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯ Logo বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক, রাষ্ট্রীয় শোকে অংশগ্রহণের ঘোষণা Logo বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক Logo পাইলট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর

আজ নগর ভবন ‘ব্লকেডের’করবে ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবনের ফটক খুলবে না—এমন ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থকরা। আন্দোলনের চতুর্থ দিনে গতকাল রবিবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আজ সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখতে অবস্থান করবেন আন্দোলনকারীরা। সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মশিউর রহমান জানান, ‘ঢাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচি চালানো হবে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, নগর ভবনের কার্যক্রম ব্যাহত হওয়ায় নাগরিক সেবা বন্ধ রয়েছে। জনদুর্ভোগ বাড়ছে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায়ে বৈধভাবে নির্বাচিত হয়েও ইশরাক শপথ নিতে পারছেন না—এটা আদালত ও ভোটারদের অপমান। ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সরকার নিজেই যদি আদালতের রায় না মানে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?’

এ সময় ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের, শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে শনিবার আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি, যত দিনে শপথ না দেওয়া হবে, তালাও খুলবে না। শনিবার তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। রবিবার তাঁকে পদত্যাগের আহবান জানান।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়

আজ নগর ভবন ‘ব্লকেডের’করবে ইশরাক সমর্থকরা

আপডেট সময় ০৭:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবনের ফটক খুলবে না—এমন ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থকরা। আন্দোলনের চতুর্থ দিনে গতকাল রবিবার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আজ সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখতে অবস্থান করবেন আন্দোলনকারীরা। সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মশিউর রহমান জানান, ‘ঢাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচি চালানো হবে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, নগর ভবনের কার্যক্রম ব্যাহত হওয়ায় নাগরিক সেবা বন্ধ রয়েছে। জনদুর্ভোগ বাড়ছে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায়ে বৈধভাবে নির্বাচিত হয়েও ইশরাক শপথ নিতে পারছেন না—এটা আদালত ও ভোটারদের অপমান। ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সরকার নিজেই যদি আদালতের রায় না মানে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?’

এ সময় ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের, শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে শনিবার আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি, যত দিনে শপথ না দেওয়া হবে, তালাও খুলবে না। শনিবার তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। রবিবার তাঁকে পদত্যাগের আহবান জানান।