ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব Logo সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী Logo ফের নাফ নদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo ডাকসু নির্বাচনে বাধা এলে সবাইকে ডেকে সবকিছু বলে দেব: ঢাবি উপাচার্য Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর

তা’মীরুল মিল্লাত টঙ্গীতে দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময়

তা'মীরুল মিল্লাত টঙ্গীতে দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময়

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) আয়োজিত দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময় সভা আজ ১৮ মে দুপুর ১২টা ৪০ মিনিটে মাদ্রাসার আইসিটি ল্যাবে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাখা মিলিয়ে শতাধিক ক্লাস ক্যাপ্টেন অংশ নেন। তাঁরা নিজ নিজ শ্রেণির শৃঙ্খলা, পড়াশোনা, সুবিধা–অসুবিধা ও প্রয়োজনে নেওয়ার মতো উদ্যোগ–প্রস্তাব তুলে ধরেন

ছাত্র সংসদ টাকসুর ভিপি মুহাম্মাদ ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কমিল মাদসারা টঙ্গীর সুযোগ্য অধ্যক্ষ ড. মুহাম্মদ হোসনে মোহাম্মদ হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাঃ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদ টাকসুর জিএস সাইদুল ইসলাম, অফিস সম্পাদক মুর্তোজা হাসান ফুয়াদ প্রচার সম্পাদক নোমান, ও দাখিল থানার সভাপতি মোঃ মাছুম বিল্লাহ।
সভায় বিজ্ঞান ও সাধারণ বিভাগের ক্লাস ক্যাপ্টেনগণ অংশগ্রহণ করেন। প্রত্যেক শাখা থেকে একজন ক্যাপ্টেন তাদের নিজ নিজ শ্রেণীর প্রতিনিধিত্ব করেন এবং প্রতিষ্ঠানের ও ক্লাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মূল্যবান মতামত পেশ করেন।

ক্লাস ক্যাপ্টেনগণ মাদরাসার ল্যাবগুলোর আধুনিকীকরণ, ছাত্রবান্ধব লাইব্রেরি প্রতিষ্ঠা, শিক্ষকদের যথাযথ মান নিশ্চিতকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা, ক্লাবগুলোর কার্যক্রমের জন্য তহবিল (ফান্ডিং) এর ব্যবস্থা, প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা, আদর্শ আলেম তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিজ্ঞান বিভাগের ক্লাস টিফিনের পূর্বে নির্ধারণ করা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অকেনগুলো বিষয় সমস্যার কথা উত্থাপন করা হয়।
প্রধান অতিথির অধ্যক্ষ ড. মুহাম্মদ হেফজুর রহমান ছাত্রদের উত্থাপিত সকল দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেন। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্রবান্ধব লাইব্রেরি প্রতিষ্ঠা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন। এছাড়াও অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য মাদরাসা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মুহাঃ মিজানুর রহমান বলেন, “তোমাদের সকল প্রকার যৌক্তিক সংস্কার অতি অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। এছাড়াও ছাত্র ক্যাপ্টেনদের জন্য প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন ইতিমধ্যে ৫৪টি কম্পিউটার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অচিরেই আরও আধুনিক সরঞ্জাম সংযোজন করা হবে।”

আসর নামাজের সময় এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। সভাপতির সমাপনী বক্তব্যে ছাত্র সংসদের ভিপি মুহাম্মাদ ইকবাল কবির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল সমস্যা দূর করে একে আরও উন্নত শিখরে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

তা’মীরুল মিল্লাত টঙ্গীতে দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময়

আপডেট সময় ১০:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) আয়োজিত দাখিল স্তরের ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময় সভা আজ ১৮ মে দুপুর ১২টা ৪০ মিনিটে মাদ্রাসার আইসিটি ল্যাবে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাখা মিলিয়ে শতাধিক ক্লাস ক্যাপ্টেন অংশ নেন। তাঁরা নিজ নিজ শ্রেণির শৃঙ্খলা, পড়াশোনা, সুবিধা–অসুবিধা ও প্রয়োজনে নেওয়ার মতো উদ্যোগ–প্রস্তাব তুলে ধরেন

ছাত্র সংসদ টাকসুর ভিপি মুহাম্মাদ ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কমিল মাদসারা টঙ্গীর সুযোগ্য অধ্যক্ষ ড. মুহাম্মদ হোসনে মোহাম্মদ হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাঃ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদ টাকসুর জিএস সাইদুল ইসলাম, অফিস সম্পাদক মুর্তোজা হাসান ফুয়াদ প্রচার সম্পাদক নোমান, ও দাখিল থানার সভাপতি মোঃ মাছুম বিল্লাহ।
সভায় বিজ্ঞান ও সাধারণ বিভাগের ক্লাস ক্যাপ্টেনগণ অংশগ্রহণ করেন। প্রত্যেক শাখা থেকে একজন ক্যাপ্টেন তাদের নিজ নিজ শ্রেণীর প্রতিনিধিত্ব করেন এবং প্রতিষ্ঠানের ও ক্লাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মূল্যবান মতামত পেশ করেন।

ক্লাস ক্যাপ্টেনগণ মাদরাসার ল্যাবগুলোর আধুনিকীকরণ, ছাত্রবান্ধব লাইব্রেরি প্রতিষ্ঠা, শিক্ষকদের যথাযথ মান নিশ্চিতকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা, ক্লাবগুলোর কার্যক্রমের জন্য তহবিল (ফান্ডিং) এর ব্যবস্থা, প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা, আদর্শ আলেম তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিজ্ঞান বিভাগের ক্লাস টিফিনের পূর্বে নির্ধারণ করা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অকেনগুলো বিষয় সমস্যার কথা উত্থাপন করা হয়।
প্রধান অতিথির অধ্যক্ষ ড. মুহাম্মদ হেফজুর রহমান ছাত্রদের উত্থাপিত সকল দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেন। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্রবান্ধব লাইব্রেরি প্রতিষ্ঠা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন। এছাড়াও অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য মাদরাসা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মুহাঃ মিজানুর রহমান বলেন, “তোমাদের সকল প্রকার যৌক্তিক সংস্কার অতি অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। এছাড়াও ছাত্র ক্যাপ্টেনদের জন্য প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন ইতিমধ্যে ৫৪টি কম্পিউটার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অচিরেই আরও আধুনিক সরঞ্জাম সংযোজন করা হবে।”

আসর নামাজের সময় এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। সভাপতির সমাপনী বক্তব্যে ছাত্র সংসদের ভিপি মুহাম্মাদ ইকবাল কবির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল সমস্যা দূর করে একে আরও উন্নত শিখরে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”