কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক ১০ দিন ব্যাপি আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
১৮ই মে (রবিবার) সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস কক্ষে উদ্বোধনের মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
উদ্বোধনী দিনে ক্লাস পরিচালনা করেন কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। তিনি বলেন নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হামিদা পারভীন ও উপজেলা প্রশিক্ষক মোঃআব্দুল্লাহ আল মাহমুদ।