‘১৯৭১-এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা, এখন ২০১৩-এর প্রতিশোধের পালা’—এই শিরোনামে সমকালের লোগো–ডিজাইনসংবলিত যে ফটোকার্ডটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ রিউমর স্ক্যানার।
সংগঠনটির অনুসন্ধানে দেখা যায়, সমকাল এ-সংক্রান্ত কোনো খবর বা ফটোকার্ড প্রকাশ করেনি; ডিজিটাল সম্পাদনার মাধ্যমে নকল কার্ডটি তৈরি করে ছড়ানো হয়েছে, যা নেতাকর্মী ও সাধারণ পাঠকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ মে ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্রে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এ ছাড়া সমকালের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে সমকাল কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন কি না, জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রে তথ্য খুঁজে পাওয়া যায়নি।