মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থ আবাসিক হোটেল বীনা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪নারী-পুরুষ-কে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
শনিবার (১৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামের শফিক মিয়ার পুত্র মোঃ সাইফ (২৬), মৌলভীবাজার জেলা সদরের দরগা মহল্লা এলাকার আসিফ মিয়ার কন্যা ফারিহা (২৪), সদর উপজেলার আশিয়া গ্রামের সায়েম আহমদের পুত্র রায়হান শাকিল (২৪) ও একই উপজেলার বেকামুড়া গ্রামের জিয়াউর রহমানের কন্যা সুমাইয়া (১৮)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার এ.এস.আই হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।