ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা Logo ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই’ Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা

বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১

বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১

বাগেরহাটের ফকিরহাটে মাহাতাব শেখ (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কামটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নিহত মাহাতাব শেখ উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে এবং নলধা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য ‘ডেভিল হ্যান্টে’ গ্রেফতার ইউপি সদস্য মোস্তফা শেখের মেজ ভাই। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) রাতে মাহাতাব শেখ বাড়ির পাশে পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে ছিলেন। এসময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের একদল ব্যক্তি সেখানে গিয়ে হামলা করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে বাগনলধা এলাকায় আশ্রয় নেন এবং ফোনে ভাইপো মহসিন শেখকে ঘটনার কথা জানান।

পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহাতাব শেখের মৃত্যু হয়।

ঘটনার পরদিন শনিবার নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা (নম্বর-৭, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপন (৩০) কে উপজেলার একটি বাড়ি থেকে একই দিন গ্রেপ্তার করে পুলিশ। তিনি কামটা গ্রামের মোল্লা জাকির হোসেনের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১

আপডেট সময় ১০:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে মাহাতাব শেখ (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কামটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নিহত মাহাতাব শেখ উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে এবং নলধা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য ‘ডেভিল হ্যান্টে’ গ্রেফতার ইউপি সদস্য মোস্তফা শেখের মেজ ভাই। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) রাতে মাহাতাব শেখ বাড়ির পাশে পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে ছিলেন। এসময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের একদল ব্যক্তি সেখানে গিয়ে হামলা করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে বাগনলধা এলাকায় আশ্রয় নেন এবং ফোনে ভাইপো মহসিন শেখকে ঘটনার কথা জানান।

পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহাতাব শেখের মৃত্যু হয়।

ঘটনার পরদিন শনিবার নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা (নম্বর-৭, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপন (৩০) কে উপজেলার একটি বাড়ি থেকে একই দিন গ্রেপ্তার করে পুলিশ। তিনি কামটা গ্রামের মোল্লা জাকির হোসেনের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।