ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা Logo খুলনায় তেলবাহী ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩   Logo বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১ Logo মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার Logo কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ Logo ‘জামায়াত আল্লাহ তা’য়ালার ভয় ও জবাবদিহীর অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে’ Logo ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত Logo ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী আতাউর রহমান সরকার Logo ভারতের পুশইন ও পানি আগ্রাসন নিয়ে সতর্ক থাকতে হবে: মঞ্জু Logo ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, আরেকদিকে হুমকি দেন: ইরান

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী সুজন মোল্লা।

গতাকল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাত স্বামী সুজন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে গ্রেফতারকৃত সুজন মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে স্বামী সুজন মোল্লা ও স্ত্রী সেলিনা বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাটি বাঁধে। ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী সুজন মোল্লা তার স্ত্রী সেলিনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে সেলিনা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় থেকে রাত দেড়টার দিকে ঘাতক স্বামী সুজন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজন স্বিকার করে পারিবারিক কলহের কারণে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান,ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি সুজন মোল্লা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী সুজন মোল্লা।

গতাকল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাত স্বামী সুজন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে গ্রেফতারকৃত সুজন মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে স্বামী সুজন মোল্লা ও স্ত্রী সেলিনা বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাটি বাঁধে। ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী সুজন মোল্লা তার স্ত্রী সেলিনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে সেলিনা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় থেকে রাত দেড়টার দিকে ঘাতক স্বামী সুজন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজন স্বিকার করে পারিবারিক কলহের কারণে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান,ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি সুজন মোল্লা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।