ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা Logo খুলনায় তেলবাহী ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩   Logo বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১ Logo মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার Logo কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ Logo ‘জামায়াত আল্লাহ তা’য়ালার ভয় ও জবাবদিহীর অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে’ Logo ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত Logo ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী আতাউর রহমান সরকার Logo ভারতের পুশইন ও পানি আগ্রাসন নিয়ে সতর্ক থাকতে হবে: মঞ্জু Logo ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, আরেকদিকে হুমকি দেন: ইরান

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। শুক্রবার পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, পূবালী চত্বর থেকে একটি মিছিল বিএনপি অফিসের সামনে আসে। এ সময় কয়েকজন যুবক বিএনপি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে যায়। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এর মধ্যে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়ার নেপথ্যে ফ্যাসিবাদের দোসরদের হাত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। শুক্রবার পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, পূবালী চত্বর থেকে একটি মিছিল বিএনপি অফিসের সামনে আসে। এ সময় কয়েকজন যুবক বিএনপি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে যায়। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এর মধ্যে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়ার নেপথ্যে ফ্যাসিবাদের দোসরদের হাত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।