চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে (শুক্রবার) সকালে ছেংগারচর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার লক্ষ্য ছিল সদস্যদের দক্ষতা বৃদ্ধি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-০২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন। প্রধান আলোচক ছিলেন জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা আমীর দেওয়ান আবুল বাসারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কোরআন থেকে নসিহত পেশ করেন মাওলানা এসএম রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলার আমীর আবদুর রশিদ পাটোয়ারী ও মতলব উত্তরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যসহ জামায়াতের দায়িত্বশীল নেতারা অংশ নেন।