ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক Logo রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই পুলিশকে বিএনপির পুলিশ বানাবো না: জি কে গউছ Logo চট্টগ্রামে কর্ণফুলীতে চেয়ারম্যান অপসারণের দাবিতে ফের মানববন্ধন Logo চট্টগ্রামে পুলিশের উপর হামলাকারী শাকিল অস্ত্রসহ গ্রেফতার Logo খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও উপহার বিতরণ Logo চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ প্রাণ গেল ২ জনের Logo চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী: এনসিপি Logo মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম খান

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “কেউ ক্ষমতায় গিয়ে আওয়ামী স্টাইলে নির্বাচন করতে চাইলে সেটা আর বাস্তবায়ন হবে না।” তিনি সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট আয়োজন এবং ইউনুস সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী দ্রুত সংস্কারের দাবি জানান।

শনিবার দুপুরে পাবনার সুজানগর কমিউনিটি সেন্টারে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন রফিকুল। তিনি হুঁশিয়ার করেন, রোডম্যাপের সময়সীমা মেনে সংস্কার না হলে বর্তমান সরকার “জনমত ও আস্থা হারাবে” বলেও মন্তব্য করেন।

রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কিন্তু এই পরিবেশ বিঘ্নিত করতে কেউ কেউ চেষ্টা করছেন। কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে উনারা দেশের মালিক হয়ে গেছে। এজন্য সবাইকে মনে রাখতে হবে হাসিনার মতো মানুষকে এই দেশের মানুষ বিদায় করেছেন। আমরা পরিস্কার করে বলতে চাই- আমাদেরকে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, আমরা কারো চক্ষু রাঙানিকে পরোয়া করি না।”

পাবনা-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপককে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন, পাবনা-১ আসনের প্রার্থী নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন, পাবনা-৩ আসনের প্রার্থী মাওলানা আলী আজগর ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে পাবনার পাঁচটি আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। পরে তাদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি অনুষ্ঠানস্থল থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম খান

আপডেট সময় ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “কেউ ক্ষমতায় গিয়ে আওয়ামী স্টাইলে নির্বাচন করতে চাইলে সেটা আর বাস্তবায়ন হবে না।” তিনি সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট আয়োজন এবং ইউনুস সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী দ্রুত সংস্কারের দাবি জানান।

শনিবার দুপুরে পাবনার সুজানগর কমিউনিটি সেন্টারে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন রফিকুল। তিনি হুঁশিয়ার করেন, রোডম্যাপের সময়সীমা মেনে সংস্কার না হলে বর্তমান সরকার “জনমত ও আস্থা হারাবে” বলেও মন্তব্য করেন।

রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কিন্তু এই পরিবেশ বিঘ্নিত করতে কেউ কেউ চেষ্টা করছেন। কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে উনারা দেশের মালিক হয়ে গেছে। এজন্য সবাইকে মনে রাখতে হবে হাসিনার মতো মানুষকে এই দেশের মানুষ বিদায় করেছেন। আমরা পরিস্কার করে বলতে চাই- আমাদেরকে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, আমরা কারো চক্ষু রাঙানিকে পরোয়া করি না।”

পাবনা-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপককে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন, পাবনা-১ আসনের প্রার্থী নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন, পাবনা-৩ আসনের প্রার্থী মাওলানা আলী আজগর ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে পাবনার পাঁচটি আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। পরে তাদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি অনুষ্ঠানস্থল থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে গিয়ে শেষ হয়।