ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান Logo ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ Logo জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ আহত অর্ধ শত Logo আন্তঃনগর ট্রেন চলাচল নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধ Logo মুরাদনগরে মব লিঞ্চিং: যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩ Logo জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় ১ জুন Logo ওয়েবসাইট–ফেসবুক–ইউটিউবসহ আ. লীগ–অঙ্গসংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি Logo ঢাবি ভিসির ওপর দায় চাপিয়ে সত্যকে আড়াল করার পাঁয়তারা: সারজিস Logo চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা Logo আ’মী লীগ নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব

ফেনীতে ছাত্রলীগ নেত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ফেনীতে সাদিয়া সুলতানা রাত্রি নামে এক ছাত্রলীগ নেত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এমন অভিযোগ আনেন তিনি।

এর আগে গতমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে আলোচনায় এসেছিলেন এই ছাত্রলীগ নেত্রী।

শুক্রবার রাতে সাদিয়া সুলতানা রাত্রি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্টাটাসে উল্লেখ করেন, মিথ্যা অপবাদ দিয়ে, এডিট করা ছবি দিয়ে যখন আমাকে দমানো যায়নি, আমি যখন তাদের অন্যায় আবদারের সাথে আপোষ করিনি এবং আমি যখন আইনের আশ্রয় নিচ্ছি ঠিক তখনই আমাকে খুনের চেষ্টা করা হয়। রাস্তায় আমাকে গাড়ি চাপা দেওয়া হয়। আমি আসব, স্ব-সম্মানে আসব ইনশাআল্লাহ। আমার অপরাধ আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় কেন নেতৃত্বে নিয়ে আসলো। আমি এই মাঠ ছেড়ে যাবো না। মৃত্যুর আগ পর্যন্ত আমি লড়াই করে যাব সেইসব অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ।

এ প্রসঙ্গে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রি বলেন, ফেনী কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে আসছে। কিছুদিন আগে এ চক্রটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

তিনি বলেন, এ বিষয়ে গত মঙ্গলবার (৭ নভেম্বর) সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছি। মামলার জেরে পরেরদিন শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতাল সংলগ্ন এলাকায় যাতায়াতের সময় একটি টমটম থেকে আমাকে ফেলে চালক গাড়িচাপা দিয়ে চলে যায়। বর্তমানে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছি। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের পদবঞ্চিতরা এমন ঘটনায় জড়িত বলে দাবি করেন রাত্রি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাত্রির দুর্ঘটনার সংবাদ আমি পেয়েছি, এর থেকে বেশি কিছু আমি জানি না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান

ফেনীতে ছাত্রলীগ নেত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ফেনীতে সাদিয়া সুলতানা রাত্রি নামে এক ছাত্রলীগ নেত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এমন অভিযোগ আনেন তিনি।

এর আগে গতমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে আলোচনায় এসেছিলেন এই ছাত্রলীগ নেত্রী।

শুক্রবার রাতে সাদিয়া সুলতানা রাত্রি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্টাটাসে উল্লেখ করেন, মিথ্যা অপবাদ দিয়ে, এডিট করা ছবি দিয়ে যখন আমাকে দমানো যায়নি, আমি যখন তাদের অন্যায় আবদারের সাথে আপোষ করিনি এবং আমি যখন আইনের আশ্রয় নিচ্ছি ঠিক তখনই আমাকে খুনের চেষ্টা করা হয়। রাস্তায় আমাকে গাড়ি চাপা দেওয়া হয়। আমি আসব, স্ব-সম্মানে আসব ইনশাআল্লাহ। আমার অপরাধ আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় কেন নেতৃত্বে নিয়ে আসলো। আমি এই মাঠ ছেড়ে যাবো না। মৃত্যুর আগ পর্যন্ত আমি লড়াই করে যাব সেইসব অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ।

এ প্রসঙ্গে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রি বলেন, ফেনী কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে আসছে। কিছুদিন আগে এ চক্রটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

তিনি বলেন, এ বিষয়ে গত মঙ্গলবার (৭ নভেম্বর) সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছি। মামলার জেরে পরেরদিন শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতাল সংলগ্ন এলাকায় যাতায়াতের সময় একটি টমটম থেকে আমাকে ফেলে চালক গাড়িচাপা দিয়ে চলে যায়। বর্তমানে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছি। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের পদবঞ্চিতরা এমন ঘটনায় জড়িত বলে দাবি করেন রাত্রি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাত্রির দুর্ঘটনার সংবাদ আমি পেয়েছি, এর থেকে বেশি কিছু আমি জানি না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।