গত ১৪ মে ২০২৫ খ্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের সাড়ে ২২ হাজার শিক্ষার্থীদের মিলন মেলায় অংশ নিয়েছিল এডভোকেট এইচ এম হেলাল উদ্দীন ও আসমাউল হুসনা দম্পতি।
এক সাথে দম্পতির সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে ভাগ্য হিসেবেই দেখছেন তারা। ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ২২ তম ব্যাচের এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন , বাঁশখালী সরল ইউনিয়নের মিনজিরীতলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত নুর আহমদের সন্তান । এবং চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪৫তম ব্যাচের আসমা উল হুসনা, বাঁশখালী সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের মৌলানা আব্দুল হামিদের সন্তান, তারা উভয়ই শিক্ষক বাবার সন্তান, উভয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) শেষ করে সমাবর্তনে অংশ নেয়।
এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন সঙ্গে কথা হলে তিনি জানান, শিক্ষাজীবনের সব থেকে বড় অর্জন সমাবর্তন। তবে আমার কাছে মনে হয় শুধু গ্রাজুয়েশন সম্পন্ন করলেই হয় না, সেই সাথে সদাচার, শিষ্টাচার এবং অন্যের প্রতি সম্মানবোধ অর্জন করাটা অনেক জরুরি। প্রিয় বাঁশখালী পরিবার উভয়ের জন্য দোয়া ও শুভাকামনা জানাচ্ছে।