বৃহস্পতিবার (১৫ই মে) দিবাগত রাত ৩ টার সময় এই অগ্নিকাণ্ডটি ঘটে ক্ষয়ক্ষতি হয় প্রায় ৭০ টিরও বেশি দোকানপাট।
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার রাতে আনুমানিক ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কাপড়, মুদিখানা ও মুরগির অন্তত ৭০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।