রেকর্ড ৬ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ থাকায় তার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
শেষ পর্যন্ত সেই সংশয় কেটে গেছে। মোস্তাফিজকে ৭ দিনের জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত চলতি আইপিএল মৌসুমে খেলার অনুমতি দিয়েছে বোর্ড, যা এক বিবৃতিতে জানানো হয়েছে।
এই ৭ দিনের মধ্যেই দিল্লি খেলবে গ্রুপ পর্বের বাকি থাকা তিনটি ম্যাচ। অর্থাৎ, প্রতিটি ম্যাচেই মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ মে।
আগামীকাল ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেই ভারতে উড়াল দেবেন মোস্তাফিজ। যদিও পুরো সিরিজে তার থাকা নির্ধারিত ছিল, বিসিবি দ্বিতীয় ম্যাচের জন্য তাকে ছুটি দিয়েছে।
দিল্লির পেসার ফ্র্যাজার ম্যাকগার্ক আইপিএল থেকে সরে যাওয়ার পর মোস্তাফিজকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ সালেও দিল্লির হয়েই খেলেছিলেন এই বাঁহাতি পেসার। সেবার ৯টি উইকেট শিকার করেছিলেন তিনি।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফে উঠতে হলে তাদের জন্য বাকি তিনটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দিল্লি যদি প্লে-অফে ওঠেও, মোস্তাফিজকে আর পাবে না তারা। কারণ একই সময় বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে।