ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম Logo চূড়ান্ত নয়, জালালে শুধু প্রাথমিক প্রিন্টিংয়ের দাবি ফেরদৌস ওয়াহিদের Logo উত্তর প্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার বিতর্ক, ব্যাপক উত্তেজনা-সংঘর্ষ Logo এবার বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে Logo রাজধানী থেকে নিখোঁজ হওয়ার ঘটনা বিস্তারিত জানালেন জুলাই যোদ্ধা Logo শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে ইউনূসকে স্বাগত জানাবে বিএনপি Logo ‘ঢাবির ভিসি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই নির্বাচন করেছেন’

২ ম্যাচ বাকি থাকতেই বার্সাকে শিরোপা জেতালেন ইয়ামাল

  • মোশারফ
  • আপডেট সময় ১০:২৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • 174

২ ম্যাচ বাকি থাকতেই বার্সাকে শিরোপা জেতালেন ইয়ামাল

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল।

১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।

রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ফ্লিক। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। তবে চতুর্থ মিনিটে তাদের উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়।

কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। যদিও রবাট লেভান্ডফস্কি বক্সের সামনে থেকে জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়েছেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এভাবে উভয় দল বিরতির আগপর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অষ্টম (৫৩) মিনিটে। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল।

পিছিয়ে পড়া স্বাগতিক এস্পানিওল আরেকবার ধাক্কা খায় ৮০তম মিনিটে। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় এস্পানিওল খেলে একজন কম নিয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই লিড দ্বিগুণ করে বার্সেলোনা। লেভান্ডফস্কির বদলি নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

লা লিগার ট্রফি পাওয়ার অপেক্ষায় থাকা কাতালানদের ৩৬ ম্যাচে পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল ৭৮ পয়েন্ট পেয়েছে।

মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

২ ম্যাচ বাকি থাকতেই বার্সাকে শিরোপা জেতালেন ইয়ামাল

আপডেট সময় ১০:২৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল।

১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।

রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ফ্লিক। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। তবে চতুর্থ মিনিটে তাদের উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়।

কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। যদিও রবাট লেভান্ডফস্কি বক্সের সামনে থেকে জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়েছেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এভাবে উভয় দল বিরতির আগপর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অষ্টম (৫৩) মিনিটে। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল।

পিছিয়ে পড়া স্বাগতিক এস্পানিওল আরেকবার ধাক্কা খায় ৮০তম মিনিটে। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় এস্পানিওল খেলে একজন কম নিয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই লিড দ্বিগুণ করে বার্সেলোনা। লেভান্ডফস্কির বদলি নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

লা লিগার ট্রফি পাওয়ার অপেক্ষায় থাকা কাতালানদের ৩৬ ম্যাচে পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল ৭৮ পয়েন্ট পেয়েছে।