ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে মুন্সিগঞ্জ মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার (১৫ মে) সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা দেন মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র আন্দোলনের প্রতিনিধি পারভেজ মোশাররফ।
বক্তব্যে তিন দফা দাবির কথা তুলে ধরা হয়:
১. ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিগুলোতে ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে। প্রশিক্ষণ শেষে সিডিসি প্রদান করে আন্তর্জাতিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।
২. সরকারি মেশিন ও ইঞ্জিন সম্পর্কিত সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের ব্যবস্থা চালু করতে হবে।
৩. বিএমইটি’র অধীন সরকারি মেরিন ইনস্টিটিউটগুলোতে মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃতদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে এবং টিটিসি গুলোতে সরাসরি ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।