গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫), তার চাচাতো ভাই একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৭) এবং মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫)। মিলন মিয়া আফজাল হোসেনের নাতি।
কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু জানিয়েছেন, মিলনের বাবার ঘরে মোশারফের বিদ্যুতের মিটার ছিল। মিটার পুড়ে যাওয়ায় এর ছিঁড়ে যাওয়া তার টিনের বেড়ার সঙ্গে লেগে গোটা ঘর বিদ্যুতায়িত হয়। সেটা বুঝতে না পেরে মোশাররফ সেই ঘরের টিনের চালে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মিলন বিদ্যুতায়িত হন। এ দুজনকে রক্ষা করতে গিয়ে আফজাল হোসেনও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।