ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

আন্দোলনকারী শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করল জবি প্রশাসন

চার দফা দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, অবস্থানরত নারী শিক্ষার্থীদের জন্য ৩০০ প্যাকেট তেহারি এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৫০০ প্যাকেট খিচুরির ব্যবস্থা করা হয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন,
“শিক্ষার্থীরা দিন-রাত অবস্থান করছেন, তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন। প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে।”

এক আন্দোলনকারী ল শিক্ষার্থীরা সাফা খাতুন বলেন, “আমরা আজ দুইদিন ধরে এখানে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। আজ দুপুরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।

এদিকে শিক্ষার্থী জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মোঃ মারুফ বলেন, আর কোন মুলা ঝুলিয়ে আমাদেরকে শান্ত করা যাবে না। যমুনায় যখন এসেছি দাবি আদায় করে নিয়ে তবে বিশ্ববিদ্যালয়ে ফিরব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা, পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ###

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

আন্দোলনকারী শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করল জবি প্রশাসন

আপডেট সময় ০৪:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চার দফা দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, অবস্থানরত নারী শিক্ষার্থীদের জন্য ৩০০ প্যাকেট তেহারি এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৫০০ প্যাকেট খিচুরির ব্যবস্থা করা হয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন,
“শিক্ষার্থীরা দিন-রাত অবস্থান করছেন, তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন। প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে।”

এক আন্দোলনকারী ল শিক্ষার্থীরা সাফা খাতুন বলেন, “আমরা আজ দুইদিন ধরে এখানে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। আজ দুপুরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।

এদিকে শিক্ষার্থী জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মোঃ মারুফ বলেন, আর কোন মুলা ঝুলিয়ে আমাদেরকে শান্ত করা যাবে না। যমুনায় যখন এসেছি দাবি আদায় করে নিয়ে তবে বিশ্ববিদ্যালয়ে ফিরব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-
আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা, পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ###