ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে তলব Logo রক্ত লাগলে রক্ত নে- জগন্নাথের হল দে, রাজপথে শিক্ষার্থীদের লিখনি Logo নোয়াখালী সরকারি কলেজে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি Logo ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্র, বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা স্পেনের Logo মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবিতে মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন Logo ১৭ বছর ধরে অচল অবস্থায় বেলকার স্বাস্থ্য কেন্দ্র, জনদুর্ভোগ চরমে Logo ১৫ বছরের ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত: প্রেস সচিব Logo গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেল একই পরিবারের ৩ জনের Logo এবার মধ্যপ্রাচ্যের চার দেশে শাকিবের ‘বরবাদ’ Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এলো দারুণ সুখবর

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়কে অবস্থান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নিযুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। তাদের এ কর্মসূচির ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে আজও দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

‘নগরবাসীর আয়োজনে’ নগর ভবন অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে।
তাদের বক্তব্য, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের ভাষায়, জনতার রায় স্পষ্ট, গেজেটও প্রকাশ হয়েছে- তবুও শপথের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে থেকে সরে যাবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে তলব

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়কে অবস্থান

আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নিযুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। তাদের এ কর্মসূচির ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে আজও দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

‘নগরবাসীর আয়োজনে’ নগর ভবন অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে।
তাদের বক্তব্য, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের ভাষায়, জনতার রায় স্পষ্ট, গেজেটও প্রকাশ হয়েছে- তবুও শপথের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে থেকে সরে যাবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।