ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানিদের ‘শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার’ আহ্বান খামেনির Logo খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর Logo আইআরজিসির স্থলবাহিনীর নতুন কমান্ডার মোহাম্মদ কারামি Logo মুশফিকের সেঞ্চুরি রেকর্ড ধামাকা Logo এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে Logo গুমের শিকার ব্যক্তিদের ৪ পরিণতি হতো, যেসব ‘ফাঁদে’আ’লীগ সরকার Logo ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা Logo কুষ্টিয়া কালিশংকরপুর ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু Logo জুলাই সনদ,রাষ্ট্রের সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পর নির্বাচন দিতে হবে,সেলিম উদ্দিন Logo অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন, রাষ্ট্রের সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পর নির্বাচন দিতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন

রেকর্ড মূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

রেকর্ড মূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকার পর ফের চালু হতে যাচ্ছে আইপিএলের মাঠের লড়াই। তার আগেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এলো এক আনন্দের খবর। দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। আর এবার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে তাকে দলে টেনেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলতি আসরের মাঝপথে দিল্লি দলে বড় ধাক্কা খায়, যখন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক নিরাপত্তা ইস্যুর কারণে ভারত ছেড়ে যান এবং আইপিএলের বাকি অংশে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। তার শূন্যতা পূরণেই দিল্লির নজর পড়ে বাংলাদেশের বাঁহাতি পেসারের দিকে। জানা গেছে, প্রায় ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় তারা। যা তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।

এই নিয়ে তৃতীয়বার দিল্লির জার্সি গায়ে উঠতে যাচ্ছে মোস্তাফিজের। ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। আর এবার ফিরছেন ২০২৪ সালের মেগা নিলামে দল না পাওয়া হতাশা ঝেড়ে নতুন উদ্যমে।

তবে মোস্তাফিজের এই যাত্রা এখনও নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। কারণ, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ দল রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে। সরাসরি আরব আমিরাত সফর শেষে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে মোস্তাফিজ আইপিএলে আদৌ খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকেই শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ এবং পেয়েছিলেন উদীয়মান তারকার পুরস্কার। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।

ইরানিদের ‘শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার’ আহ্বান খামেনির

রেকর্ড মূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৯:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকার পর ফের চালু হতে যাচ্ছে আইপিএলের মাঠের লড়াই। তার আগেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এলো এক আনন্দের খবর। দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। আর এবার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে তাকে দলে টেনেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলতি আসরের মাঝপথে দিল্লি দলে বড় ধাক্কা খায়, যখন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক নিরাপত্তা ইস্যুর কারণে ভারত ছেড়ে যান এবং আইপিএলের বাকি অংশে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। তার শূন্যতা পূরণেই দিল্লির নজর পড়ে বাংলাদেশের বাঁহাতি পেসারের দিকে। জানা গেছে, প্রায় ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় তারা। যা তার আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।

এই নিয়ে তৃতীয়বার দিল্লির জার্সি গায়ে উঠতে যাচ্ছে মোস্তাফিজের। ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। আর এবার ফিরছেন ২০২৪ সালের মেগা নিলামে দল না পাওয়া হতাশা ঝেড়ে নতুন উদ্যমে।

তবে মোস্তাফিজের এই যাত্রা এখনও নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। কারণ, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ দল রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে। সরাসরি আরব আমিরাত সফর শেষে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে মোস্তাফিজ আইপিএলে আদৌ খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকেই শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ এবং পেয়েছিলেন উদীয়মান তারকার পুরস্কার। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।