গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই গ্রামের ফসির উদ্দিন আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর চরের কিছু আবাদি জমির মালিকানা নিয়ে স্থানীয় আব্দুল মজিদ ও আমিরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আমিরুল ইসলাম (৪৮) ও তাজেল আকন্দ (৫০) কে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।