ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে

সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বুধবার (১৪ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ।

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, “শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে। আমরা উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”
সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পর্যায়ে নেতা কর্মীরা

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বুধবার (১৪ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ।

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, “শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে। আমরা উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”
সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পর্যায়ে নেতা কর্মীরা