আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আর নতুন করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, “এই তিন দলের শাসন বাংলাদেশ বহুবার দেখেছে। তারা আর নতুন করে কী দেখাবে, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।”
সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।
রেজাউল করীম বলেন, ‘এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে। যে নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি মিলবে। সেই নীতি-আদর্শের নাম ইসলাম। মুসলমান কখনোই ইসলামী নীতি-আদর্শের বাইরে থাকতে পারে না। প্রতিটা মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে।”
খুনি, জালেম ও অর্থ পাচাকারীদের নিষিদ্ধ করার বিষয়ে তালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।