গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও দেশের কল্যাণে ভূমিকা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে দুপুর ২টায় সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মো: বুলু সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো: নজরুল ইসলাম। এছাড়া সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: নুরুন্নবী প্রামাণিক সাজু।
বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা সত্য ও মিথ্যার মধ্যকার পার্থক্য তুলে ধরেন। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা আরও বলেন, সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং একটি উন্নত ও কল্যাণময় বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় সুন্দরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং তারা পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও অঙ্গীকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।