কুরআন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ফ্রি কুরআন বিতরণের আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার(১৩ মে) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করেন তারা।
আয়োজকরা জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ১৩০ জনের বেশি শিক্ষার্থী কুরআন শরীফ সংগ্রহ করেছেন এবং আগামী ২-৩ দিন এই বিতরণ কর্মসূচি চলবে।
এ বিষয়ে শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন,রমজানের সময় জবি শিবির ২৫০০ কোরআন বিনামূল্যে উপহারের জন্য উদ্যোগ নিয়েছিল। কুরআন সংগ্রহের জন্য অনলাইন রেজিস্টেশনের ব্যবস্থাও করেছিলাম। সেখানে মোটামুটি ১০০০ এর মতো আবেদন পড়েছিল। কিন্তু সে সময় রমজানের ছুটিতে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাওয়ায় সবগুলো বিতরণ করা সম্ভব হয়নি। ওই সময় যেসব শিক্ষার্থী বাকি ছিল তাদেরকেই কোরআন দিবস উপলক্ষে কোরআন শরীফ উপহার দিচ্ছি।
প্রসজ্ঞত,রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আড়াই হাজার কুরআন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্র শিবির ।শিক্ষার্থীরা এ উপহার পেতে সেসময় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেইজে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশনও করেছিলো।সে সময় যারা রেজিট্রেশন করে কোরআন সংগ্রহ করতে পারেনি তাদের জন্যই নতুন করে এই আয়োজন তাদের।