গাইবান্ধা জেলা শহরের দক্ষিণ বানিয়ারজানে সেনাবাহিনীর অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। রোববার (১২ মে) রাত আনুমানিক ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বানিয়ারজানে মোঃ মেরাজ আলীর বাড়িতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে বাড়িটি তল্লাশি করে ২৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় মেরাজ আলীর স্ত্রী জুই বেগমকে আটক করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, ওই বাড়িতে নিয়মিতভাবে মাদক বেচাকেনা চলতো বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।