ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধীদের পদত্যাগের হিরিক বাঙলা কলেজ শাখায়

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৭:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 70

সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে। সংগঠনের অভ্যন্তরে সমন্বয়হীনতা, একতার অভাব ও সংগঠনকে একটি রাজনৈতিক দল তাদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে একের পর এক নেতারা পদত্যাগ করছেন।

আজ সোমবার (১২ মে) রাত ১১টার দিকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মাহতাব মারুফ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘আমি মাহতাব মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সমন্বয় ও একতার অভাব রয়েছে। যা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংগঠনের নীতিমালার সঙ্গে মতানৈক্যের কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। পাশাপাশি, একটি রাজনৈতিক দল এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।’

এদিনই একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন। তিনি বলেন, ‘আমি মো. মারুফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও একতার অভাব এবং নীতিগত মতানৈক্যের কারণে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।’

এ প্রসঙ্গে সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক এমএ মুত্তাকী বলেন, সম্প্রতি কিছু সদস্যের পদত্যাগের পেছনে মূলত রাজনৈতিক লেবেলিংয়ের ভয় কাজ করেছে। তারা মনে করছে সংগঠনের সঙ্গে জড়িত থাকলে রাজনৈতিক ট্যাগ লাগছে। যদিও তারা প্রমাণ করতে পারেনি যে এটি একটি রাজনৈতিক সংগঠন। তবে সেই ট্যাগ থেকে মুক্তি পেতেই হয়তো তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, সংগঠনের সদস্য সংখ্যা কমে গেলে কিছুটা প্রভাব পড়ে, তবে আমরা পদত্যাগকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।

মুত্তাকীর ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও কার্যক্রম পরিচালনা। সংগঠনের বাইরেও কেউ চাইলে নিজস্ব রাজনৈতিক মতাদর্শে যুক্ত হতে পারেন, তবে সংগঠনটি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও এই শাখা থেকে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, যা সংগঠনের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলছে।

জনপ্রিয় সংবাদ

শিশু আছিয়া হত্যা মামলার রায় ১৭ মে

বৈষম্যবিরোধীদের পদত্যাগের হিরিক বাঙলা কলেজ শাখায়

আপডেট সময় ০৭:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে। সংগঠনের অভ্যন্তরে সমন্বয়হীনতা, একতার অভাব ও সংগঠনকে একটি রাজনৈতিক দল তাদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে একের পর এক নেতারা পদত্যাগ করছেন।

আজ সোমবার (১২ মে) রাত ১১টার দিকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মাহতাব মারুফ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘আমি মাহতাব মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সমন্বয় ও একতার অভাব রয়েছে। যা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংগঠনের নীতিমালার সঙ্গে মতানৈক্যের কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। পাশাপাশি, একটি রাজনৈতিক দল এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।’

এদিনই একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন। তিনি বলেন, ‘আমি মো. মারুফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও একতার অভাব এবং নীতিগত মতানৈক্যের কারণে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।’

এ প্রসঙ্গে সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক এমএ মুত্তাকী বলেন, সম্প্রতি কিছু সদস্যের পদত্যাগের পেছনে মূলত রাজনৈতিক লেবেলিংয়ের ভয় কাজ করেছে। তারা মনে করছে সংগঠনের সঙ্গে জড়িত থাকলে রাজনৈতিক ট্যাগ লাগছে। যদিও তারা প্রমাণ করতে পারেনি যে এটি একটি রাজনৈতিক সংগঠন। তবে সেই ট্যাগ থেকে মুক্তি পেতেই হয়তো তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, সংগঠনের সদস্য সংখ্যা কমে গেলে কিছুটা প্রভাব পড়ে, তবে আমরা পদত্যাগকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।

মুত্তাকীর ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও কার্যক্রম পরিচালনা। সংগঠনের বাইরেও কেউ চাইলে নিজস্ব রাজনৈতিক মতাদর্শে যুক্ত হতে পারেন, তবে সংগঠনটি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও এই শাখা থেকে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, যা সংগঠনের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলছে।