ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি পাবনা জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার ১ দফা দাবিতে আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
১২ মে সোমবার আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের পরিবর্তে বয়কটের ডাক দিয়ে পাবনা জেলার বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের পাচ শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থীরা এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা সকাল ৯ টায় বিভিন্ন নার্সিং কলেজ থেকে বের হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেলের হাসপাতালের প্রধান ফটকে অবস্থান করেন। প্রায় এক ঘন্টা অবস্থান করার পরে বিভিন্ন শ্লোগান দিয়ে পাবনা শহরের প্রাণকেন্দ্র শহীদ চত্বরের দিকে অগ্রসর হয়।
শিক্ষার্থীরা প্রায় ২ ঘন্টা শহীদ চত্ত্বরে অবস্থান করে তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন। যেখানে আন্তর্জাতিক নার্সিং কাউন্সিল (ICN) কতৃক ২০২৫ এর প্রতিপায় বিষয় ঘোষণা দেয়া হয় “Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies.” সেখানে আজ তারা অধিকার আদায়ের আন্দলোনে মঠে নেমেছে। অবস্থানরত শিক্ষার্থীরা বলেন আমদের উচ্চ মাধ্যমিক (HSC) পাস করার পরে আমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হতে হয়। ৩ বছরের একাডেমিক সেশন শেষ করার পরে ৬ মাসের ইন্টার্নশিপ শেষ করার পরেও ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সমূহকে কেনো HSC পাস ধরা হবে। আমাদের যৌক্তিক দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে। আজ বিশ্বের সকল দেশের নার্সিং শিক্ষার্থীরা নার্সেস দিবসের আনন্দ উৎসব পালন করছে সেখানে আজ আমাদের অধিকার আদায়ের আন্দোলন করতে হচ্ছে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা অতি শীঘ্রই লংমার্চের ডাক দিব। তারা আরো বলেন আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।