ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আশুলিয়ায় ট্রাক খাদে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সাভারের আশুলিয়া ইপিজেড রোড সংলগ্ন দেওয়ান সুপার মার্কেট এলাকায় দুটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে।

সোমবার(১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনার পর আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী লোকজন, শিক্ষার্থীসহ হাজারো পথচারী চরম দুর্ভোগে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির কারণে সড়কে ফাঁটা এবং পিছল অবস্থায় থাকা রাস্তায় ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই আশেপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুতই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

এদিকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই হেঁটেই রওনা হন নিজ নিজ গন্তব্যের দিকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও যানবাহনের চাপে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।

আশুলিয়া ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে উদ্ধারকারী টিম কাজ করছে। যত দ্রুত সম্ভব সড়কটি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও জনভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আশুলিয়ায় ট্রাক খাদে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় ১০:০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

সাভারের আশুলিয়া ইপিজেড রোড সংলগ্ন দেওয়ান সুপার মার্কেট এলাকায় দুটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে।

সোমবার(১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনার পর আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী লোকজন, শিক্ষার্থীসহ হাজারো পথচারী চরম দুর্ভোগে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির কারণে সড়কে ফাঁটা এবং পিছল অবস্থায় থাকা রাস্তায় ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই আশেপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুতই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

এদিকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই হেঁটেই রওনা হন নিজ নিজ গন্তব্যের দিকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও যানবাহনের চাপে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।

আশুলিয়া ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে উদ্ধারকারী টিম কাজ করছে। যত দ্রুত সম্ভব সড়কটি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও জনভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।