ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন Logo ‘যতদিন বাংলাদেশের নাম থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’ Logo গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক- আমির হামজা Logo ‘সামনের জুলাই তুই কনে থাকবি’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে শঙ্কা Logo গোপালগঞ্জে সংঘর্ষে আরও একজনের মৃত্যু

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

আগামী ১৬ মে নির্ধারিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও অন্য গ্রুপ থেকে ভারত ও নেপাল সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

আগামী ১৬ মে নির্ধারিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও অন্য গ্রুপ থেকে ভারত ও নেপাল সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে।