আজ রবিবার (১১ মে) রাত ১২.০১ মিনিটে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াতে তাৎখনিক আনন্দ মিছিল।
অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার সাধারণ ছাত্র জনতার ব্যানারে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে ঘুরে মজমপুর মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খাজা আহমেদ, কুষ্টিয়া শহর ছাত্রশিবির সভাপতি হাফেজ সেলিম রেজা
আনন্দ মিছিলে শত শত ছাত্র জনতা অংশ নেয়।