রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য পরিজ্ঞান সভা আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ মে) রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ধাপে এই সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ এবং ১১টা ৫০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি ও আমার দপ্তর সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের যে কেনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তোমাদের রুয়েট জীবনটা সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা দৃঢ় পরিকর।” তিনি আরও বলেন, রুয়েট প্রশাসন যেকোন ধরনের র্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং শিক্ষার্থীদের কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হলে ছাত্রকল্যাণ দপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান।
তিনি জানান, অক্টোবরের মধ্যে ৮০ শতাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা হবে এবং রুয়েটের সকল কার্যক্রম ধাপে ধাপে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নবাগতদের অবহিত করে তিনি বলেন, ছাত্রকল্যাণ দপ্তর শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধানে কাজ করবে। রুয়েটকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রুয়েট রিপোর্টার্স ইউনিটিকেও ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি, রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের দিনটি রুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দঘন একটি দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এমন এক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছো যখন বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। আমরা সকলেই অবগত—চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাইমেট চেঞ্জ, ডিজিটাল রূপান্তরের মত চ্যালেঞ্জসমূহ আমাদের সামনে বিদ্যমান। আমি আশা করি, এই বিশ্ববিদ্যালয় তোমাদের উদ্ভাবনী প্রতিভার উন্মেষ ঘটাতে, তোমাদের স্বপ্নের পরিধিকে বিস্তৃত করতে এবং অপার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত করতে সর্বাত্মক সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, প্রকৌশলী হওয়ার পাশাপাশি তোমরা মানবিক গুণাবলী ও নেতৃত্বের গুণাবলী অর্জন করবে এবং দেশ ও জাতির জন্য কাজ করার জন্য নিজেদের তৈরি করবে। আমাদের হাজারো গ্রাজুয়েট যারা দেশে বিদেশে প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের অবদান রেখে চলেছে, তোমরাও তাদের ধারাবাহিকতা বজায় রাখবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুরকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী মো. তুষার হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমার জন্য একটি স্বপ্নের যাত্রার শুরু। আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে শক্তিশালী, টেকসই ও নিরাপদ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। অসংখ্য নতুন পরিচিত মুখের মাঝে নার্ভাস হলেও সকলের নিকট সহযোগিতাপূর্ণ সম্পর্ক কামনা করছি।”
সভায় জানানো হয়, আগামী ১২ মে থেকে প্রথম বর্ষের ক্লাস নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, চার বছর পর রুয়েটে এবার একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে এমসিকিউ ও লিখিত উভয় ধাপে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হয়।