ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের Logo সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ Logo হাসিনার সাবেক সামরিক সচিক মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে গেলেন প্রধান উপদেষ্টা Logo আজ টিভিতে ব্যালন ডি’অর অনুষ্ঠান যা দেখবেন Logo ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু Logo ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

চৌদ্দগ্রামে যৌথ অভিযানে যুবলীগ ক্যাড়ারসহ আটক – ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পৃথক অভিযানে যুবলীগ ক্যাডার শাহাব উদ্দিন বাবু এবং কিশোর গ্যাংয়ের সদস্য সুজন মিয়া ও জাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিন সকালে তাদের থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক আসামিরা হলেন- গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন বাবু (২৯) একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), মোহাম্মদ আলম মিয়ার ছেলে জাহিদ হাসান (২৩)।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টায় খাটরা এলাকা থেকে দু’কেজি গাঁজাসহ যুবলীগ ক্যাডার শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার, চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে।

অন্য এক অভিযানে একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৪) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে একটি চাইনিজ ও একটি দেশীয় কুড়াল এবং একটি দা উদ্ধার করা হয়।

জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

অন্য একটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে (২৩) গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এরপর থেকে সে গুনবতী ইউনিয়নে কিশোর গ্যাং-এ জড়িয়ে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সে পলাতক স্থানীয় সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও যুবলীগ সদস্য বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমদ জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

চৌদ্দগ্রামে যৌথ অভিযানে যুবলীগ ক্যাড়ারসহ আটক – ৪

আপডেট সময় ০৮:৫১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পৃথক অভিযানে যুবলীগ ক্যাডার শাহাব উদ্দিন বাবু এবং কিশোর গ্যাংয়ের সদস্য সুজন মিয়া ও জাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিন সকালে তাদের থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক আসামিরা হলেন- গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন বাবু (২৯) একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), মোহাম্মদ আলম মিয়ার ছেলে জাহিদ হাসান (২৩)।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টায় খাটরা এলাকা থেকে দু’কেজি গাঁজাসহ যুবলীগ ক্যাডার শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার, চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে।

অন্য এক অভিযানে একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৪) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে একটি চাইনিজ ও একটি দেশীয় কুড়াল এবং একটি দা উদ্ধার করা হয়।

জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

অন্য একটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে (২৩) গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এরপর থেকে সে গুনবতী ইউনিয়নে কিশোর গ্যাং-এ জড়িয়ে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সে পলাতক স্থানীয় সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও যুবলীগ সদস্য বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমদ জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।