চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন জামায়াত আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হামলায় জামায়াত নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৯ মে (শুক্রবার) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে দুর্বৃত্তরা তাঁর নিজ ঘর থেকে ডেকে নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার প্রতিবাদে জঙ্গল সলিমপুরে ইউনিয়ন জামায়াত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী সমাবেশে হামলা চালায়। এতে গুলিবৃদ্ধসহ অন্তত আরও ১০ জন গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলী হোসেন ও আব্দুস সালাম। জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম, কিন্তু ছাত্রদল অতর্কিত হামলা ও গুলি চালায় এবং আমাদের কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে।”
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”