ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল, জনতার ধাওয়া Logo এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো আওয়ামী লীগ: নাহিদ Logo ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয় Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব Logo গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ Logo আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য

সীতাকুণ্ডে জামায়াতের সমাবেশে ছাত্রদলের হামলা: গুলিবৃদ্ধসহ আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন জামায়াত আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হামলায় জামায়াত নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৯ মে (শুক্রবার) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে দুর্বৃত্তরা তাঁর নিজ ঘর থেকে ডেকে নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার প্রতিবাদে জঙ্গল সলিমপুরে ইউনিয়ন জামায়াত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী সমাবেশে হামলা চালায়। এতে গুলিবৃদ্ধসহ অন্তত আরও ১০ জন গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলী হোসেন ও আব্দুস সালাম। জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম, কিন্তু ছাত্রদল অতর্কিত হামলা ও গুলি চালায় এবং আমাদের কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে।”

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

সীতাকুণ্ডে জামায়াতের সমাবেশে ছাত্রদলের হামলা: গুলিবৃদ্ধসহ আহত ১০

আপডেট সময় ০৮:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন জামায়াত আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হামলায় জামায়াত নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ৯ মে (শুক্রবার) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে দুর্বৃত্তরা তাঁর নিজ ঘর থেকে ডেকে নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার প্রতিবাদে জঙ্গল সলিমপুরে ইউনিয়ন জামায়াত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী সমাবেশে হামলা চালায়। এতে গুলিবৃদ্ধসহ অন্তত আরও ১০ জন গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলী হোসেন ও আব্দুস সালাম। জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম, কিন্তু ছাত্রদল অতর্কিত হামলা ও গুলি চালায় এবং আমাদের কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে।”

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, “অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”