ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন

মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির

মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির

আওয়ামীলীগ নিষিদ্ধের একদফা দাবিতে মৌলভীবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতার। আজ শুক্রবার ০৯ মে এই বিক্ষোভে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জোরালো সংহতি জানিয়েছে, যা আন্দোলনের গতি বাড়িয়েছে।

গণহত্যার অভিযোগে আওয়ামীলীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে মৌলভীবাজার চৌমুহনী চত্বরে বিক্ষোভ শুরু হয়। সময়ের সাথে সাথে আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। এসময় জরুরি পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে শুক্রবার বিকেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে এসে শহরের চৌমুহনায় ছাত্রজনতার সাথে যোগ দেয়। ছাত্রশিবির সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও ছাত্রদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ বলেন, “আমরা দেখতে পাচ্ছি, আমাদের গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস অতিবাহিত হওয়ার পরেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের কোন কার্যকলাপ চোখে পড়ার মতো নেই। আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে দিয়ে বিগত খুনি সরকারের খুনিরা বিদেশে চলে যাচ্ছে। প্রশাসনের ভাইয়েরা বসে বসে নাটক সাজাচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই-আগষ্টে যে অভ্যুত্থান ছাত্রজনতা করেছিল, এখনও সেই ছাত্রজনতা ঘরে ফিরে যায়নি। আওয়ামীলীগ নিষিদ্ধের জন্য, শহীদদের হত্যার বিচারের জন্য, বিগত গুম, হত্যা, আয়নাঘরের বিচারের জন্য প্রয়োজনে ইসলামী ছাত্রশিবিরসহ ছাত্রজনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি।”

তিনি বলেন, “আমাদেরকে আইনের দোঁহাই দিয়ে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখেছি আবারও আইনের দোঁহাই দেয়া হয়েছে। আইনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি, ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। আপনারা যাদের রক্তের উপর এই সরকার গঠন করেছেন, যদি সেই রক্তের সাথে বেইমানি করেন তাহলে আমরা ছাত্রজনতা এর দাঁতভাঙ্গা জবাব দেব।”

তিনি আরও বলেন, “মৌলভীবাজারের প্রশাসনকে আমরা উদাত্ত আহবান জানাতে চাই, মৌলভীবাজারের শহরের আনাচেকানাচে খুনি আওয়ামীলীগের, খুনি শেখ হাসিনার বিভিন্ন নেতাকর্মীরা মামলা মাথায় নিয়ে দিব্যি ঘুরাফেরা করতেছে। আপনারা প্রশাসনের বিভিন্ন গুয়েন্দা বিভাগ, ইন্টিলিজেন্স আপনাদের কি চোখে পড়েনা? এসব খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখী করুন।”

তিনি বলেন, ” আমরা ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব।”

জনপ্রিয় সংবাদ

টিভিতে যে খেলা দেখবেন আজ

মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির

আপডেট সময় ১১:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

আওয়ামীলীগ নিষিদ্ধের একদফা দাবিতে মৌলভীবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতার। আজ শুক্রবার ০৯ মে এই বিক্ষোভে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জোরালো সংহতি জানিয়েছে, যা আন্দোলনের গতি বাড়িয়েছে।

গণহত্যার অভিযোগে আওয়ামীলীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে মৌলভীবাজার চৌমুহনী চত্বরে বিক্ষোভ শুরু হয়। সময়ের সাথে সাথে আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। এসময় জরুরি পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে শুক্রবার বিকেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে এসে শহরের চৌমুহনায় ছাত্রজনতার সাথে যোগ দেয়। ছাত্রশিবির সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও ছাত্রদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ বলেন, “আমরা দেখতে পাচ্ছি, আমাদের গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস অতিবাহিত হওয়ার পরেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের কোন কার্যকলাপ চোখে পড়ার মতো নেই। আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে দিয়ে বিগত খুনি সরকারের খুনিরা বিদেশে চলে যাচ্ছে। প্রশাসনের ভাইয়েরা বসে বসে নাটক সাজাচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই-আগষ্টে যে অভ্যুত্থান ছাত্রজনতা করেছিল, এখনও সেই ছাত্রজনতা ঘরে ফিরে যায়নি। আওয়ামীলীগ নিষিদ্ধের জন্য, শহীদদের হত্যার বিচারের জন্য, বিগত গুম, হত্যা, আয়নাঘরের বিচারের জন্য প্রয়োজনে ইসলামী ছাত্রশিবিরসহ ছাত্রজনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি।”

তিনি বলেন, “আমাদেরকে আইনের দোঁহাই দিয়ে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখেছি আবারও আইনের দোঁহাই দেয়া হয়েছে। আইনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি, ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। আপনারা যাদের রক্তের উপর এই সরকার গঠন করেছেন, যদি সেই রক্তের সাথে বেইমানি করেন তাহলে আমরা ছাত্রজনতা এর দাঁতভাঙ্গা জবাব দেব।”

তিনি আরও বলেন, “মৌলভীবাজারের প্রশাসনকে আমরা উদাত্ত আহবান জানাতে চাই, মৌলভীবাজারের শহরের আনাচেকানাচে খুনি আওয়ামীলীগের, খুনি শেখ হাসিনার বিভিন্ন নেতাকর্মীরা মামলা মাথায় নিয়ে দিব্যি ঘুরাফেরা করতেছে। আপনারা প্রশাসনের বিভিন্ন গুয়েন্দা বিভাগ, ইন্টিলিজেন্স আপনাদের কি চোখে পড়েনা? এসব খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখী করুন।”

তিনি বলেন, ” আমরা ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব।”